বিনোদন ডেস্ক :
গোপালগঞ্জে কুকুর নিধনের অভিযোগে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দীর্ঘদিন তদন্ত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশেষে সরকারের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের ঘোষণা, কুকুর নিধন বন্ধে প্রজ্ঞাপন জারি এবং মানবিক ব্যবস্থাপনায় কঠোর নির্দেশনা দেওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
এক গণমাধ্যমকে জয়া বলেন, দেশে প্রায়ই প্রাণী হত্যার ঘটনা ঘটে। তাই প্রাণিসম্পদ উপদেষ্টার কাছে অনুরোধ করা হয়েছিল প্রাণী সুরক্ষা ও প্রাণী হত্যার তদন্ত বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির জন্য—বিশেষ করে কুকুর নিধন রোধে। সরকারের নতুন প্রজ্ঞাপন সে দাবি পূরণ করেছে বলে তিনি মনে করেন।
জয়া জানান, সরকার দুটি পৃথক নির্দেশনা জারি করেছে। প্রথমটিতে কুকুর নিধনের ওপর সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং মানবিক উপায়ে কুকুর ব্যবস্থাপনা কঠোরভাবে অনুসরণের নির্দেশ রয়েছে। এই নির্দেশনা দেশের সব সিটি করপোরেশন মেয়র, জেলা প্রশাসক, ইউএনও, পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পাঠানো হয়েছে।
দ্বিতীয় প্রজ্ঞাপনটি গোপালগঞ্জের কুকুর নিধন ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া বিষয়ে। জয়ার মতে, অতীতে এ ধরনের ঘটনায় সেভাবে তদন্ত হতো না। কিন্তু এখন নতুন নির্দেশনার ফলে জেলা প্রশাসন বাধ্য থাকবে তদন্ত সম্পন্ন করে প্রতিবেদন পাঠাতে—যা প্রাণী সুরক্ষায় আইনগত কাঠামোকে আরও কার্যকর করবে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রাণিকল্যাণ সংগঠন এসব বিষয়ে কাজ করে যাচ্ছে, কিন্তু সবসময় প্রত্যাশিত ফল পাওয়া যেত না। সরকারের এই আনুষ্ঠানিক উদ্যোগ স্থানীয় প্রশাসন ও সংগঠনগুলোর কাজকে আরও সমন্বিত করবে এবং প্রাণী সুরক্ষার প্রচেষ্টা আরও সহজ হবে।