January 9, 2026, 10:43 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

টি-টোয়েন্টির পর এবার এনসিএলেও চ্যাম্পিয়ন রংপুর বিভাগ

স্পোর্টস ডেস্ক :

ঘরোয়া ক্রিকেটে দাপুটে উপস্থিতি বজায় রেখে চলতি মৌসুমে ‘ডাবল’ শিরোপা জিতেছে রংপুর বিভাগ। টি-টোয়েন্টিতে শিরোপা জয়ের পর এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) দীর্ঘ সংস্করণেও চ্যাম্পিয়ন হয়েছে দলটি।

গতকাল একদিন বাকি থাকতেই খুলনাকে ৭ উইকেটে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে আসে রংপুর। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) সিলেট ও বরিশালের মধ্যকার ম্যাচটি ড্র হওয়ায় নিশ্চিত হয় তাদের শিরোপা।

সিলেট যদি বরিশালকে হারাতে পারত, তাহলে তারা রংপুরকে ছাড়িয়ে শিরোপা জয়ের সুযোগ পেত। কিন্তু বরিশালের দেওয়া ৩২০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৭ রানে ৫ উইকেট হারানোর পর ম্যাচ ড্রতে গড়ায়। ফলে ৩১ পয়েন্ট নিয়ে রংপুর চ্যাম্পিয়ন হয়। সিলেট ২৮ পয়েন্ট নিয়ে শেষ করে দ্বিতীয় স্থানে।

বরিশালের দ্বিতীয় ইনিংস শুরু হয় ৪ উইকেটে ২১২ রান থেকে। সেখানে ওপেনার ইফতেখার হোসেন ইফতি খেলেন ১৯৭ বলে অপরাজিত ১২৮ রানের অসাধারণ ইনিংস, যা তার ক্যারিয়ারের দ্বিতীয় প্রথম-শ্রেণির সেঞ্চুরি। তার ব্যাটে ভর করেই বরিশাল ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ২৯৪ রানে।

অন্যদিকে সিলেটের হয়ে ব্যাট হাতে সংগ্রাম করেন আসাদুল্লাহ আল গালিব (অপরাজিত ৬১) এবং মুশফিকুর রহিম (৫৩)। তবে জয়ের জন্য তা যথেষ্ট হয়নি।

দিনের অন্য ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী বিভাগ ১৪৬ রানে হারিয়েছে ময়মনসিংহ বিভাগকে। যদিও আলো কাড়েন ময়মনসিংহের পেসার আবু হায়দার রনি। ২২৭/৯ থেকে শুরু করা ইনিংসে তিনি মাত্র ১২৭ বলে ১০ চার ও ১৩ ছক্কায় খেলেন ১৪১ রানের দুর্দান্ত নক—যা তার ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।

তবুও রাজশাহীর স্পিনার সানজামুল ইসলাম (৫/৮৮) শেষ উইকেট তুলে ম্যাচ জয়ের পথে দলকে নিশ্চিত করেন। নিজেদের অভিষেক মৌসুমে এটি ময়মনসিংহের একমাত্র হার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *