January 12, 2026, 2:37 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

“যেখানে বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে হবে”: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প আলোকসজ্জার ব্যবস্থা বাধ্যতামূলক করতে হবে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন-“শুধু সুষ্ঠুই নয়, একটি বিশ্বাসযোগ্য ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য যেসব প্রস্তুতি প্রয়োজন, সবকিছুই নিচ্ছে সরকার।” তিনি জানান, এবার ভোটগ্রহণ শুরু হবে সকাল ৭টা ৩০ মিনিটে। সূর্যাস্তের পর ভোট গণনা চলতে পারে, তাই বিদ্যুৎবিহীন এলাকাগুলোতে বিকল্প আলোর ব্যবস্থা রাখতে হবে।

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা প্রসঙ্গে তিনি বলেন- “অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে নির্দেশনা দেওয়া হয়েছে।” তবে নির্বাচনের আগে এমন হত্যাকাণ্ড বন্ধ হয়ে যাবে কি না—এমন প্রশ্নে তিনি স্বীকার করেন: “ঘটনা ঘটছে—এটা অস্বীকার করি না। আর সব বন্ধ হয়ে যাবে—তাও বলতে পারি না। আমার কাছে কোনো ম্যাজিক নেই।”

গণভবনে নির্মিত মিউজিয়াম উদ্বোধনের বিষয়ে তিনি বলেন, প্রস্তুতি প্রায় শেষ। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার উপায় নিয়েও আলোচনা হয়েছে। অনেকে এখনো সন্দেহ করছে নির্বাচন হবে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন- “এটা দূর করতে পারছি না শুধু আপনাদের (মিডিয়া) জন্যই। আপনারাই জনগণের কাছে সবচেয়ে বেশি প্রচার পৌঁছে দেন।” জাতীয় পার্টির অভিযোগ—তাদের প্রচারণায় আইনশৃঙ্খলা বাহিনী বাধা দিচ্ছে—এ বিষয়ে তিনি বলেন,
“কাকে মাঠে নামতে দিচ্ছে না? সবাইকেই তো মাঠে দেখতে পাই।” তিনি জানান, লুট হওয়া অস্ত্র প্রতিদিনই উদ্ধার হচ্ছে, এবং গণমাধ্যমেও এসব খবর প্রকাশিত হচ্ছে।

নির্বাচনে বডি ক্যামেরা
বডি ক্যামেরা ব্যবহারের বিষয়ে প্রশ্নে তিনি বলেন— “বডি ক্যামেরা কেনা হয়েছে অনেক আগেই। নির্বাচনেও বডি ক্যামেরা ব্যবহার থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *