স্পোর্টস ডেস্ক :
নারী শিক্ষার উন্নয়ন, শ্রম অধিকার ও মানবাধিকার, এবং ক্রীড়ায় নারী জাগরণের অগ্রদূত হিসেবে এবার বেগম রোকেয়া পদক পাচ্ছেন ক্রীড়াবিদ ঋতুপর্ণা চাকমা।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় প্রকাশ করেছে, ২০২৫ সালের পদকপ্রাপ্তদের মধ্যে নারী শিক্ষা খাতে ড. রুভানা রাকিব, শ্রম অধিকার আন্দোলনে কল্পনা আক্তার, মানবাধিকার খাতে ড. নাবিলা ইদ্রিস এবং ক্রীড়ায় নারী জাগরণে ঋতুপর্ণা চাকমাকে নির্বাচিত করা হয়েছে।
ঋতুপর্ণা বাংলাদেশের তারকা নারী ফুটবলার। তার গুরুত্বপূর্ণ গোলের কারণে বাংলাদেশ শক্তিশালী মিয়ানমারকে হারিয়ে প্রথমবারে এশিয়া কাপের মূল পর্বে খেলতে পারবে। এছাড়া, তার জোড়া গোলেই গত বছর সাফ ফাইনালে বাংলাদেশ নেপালকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছিল। সামাজিক ও পারিবারিক প্রতিবন্ধকতা পেরিয়ে ঋতুপর্ণা ক্রীড়াঙ্গনের পাশাপাশি দেশের নারী আইকন হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস ৯ ডিসেম্বর, সেই দিনই সরকার এই পদক প্রদান করে। এবার ঋতুপর্ণা চাকমাকে পদক হস্তান্তরের অনুষ্ঠান আগামীকাল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদক। ২০২৫ সালে নারী ফুটবল দল এই পদক পেয়েছিল, যা ক্রীড়াঙ্গনের জন্য দল হিসেবে প্রথম প্রাপ্তি।