স্পোর্টস ডেস্ক :
২০২৬ বিশ্বকাপের ড্র সম্পন্ন হওয়ার পর থেকেই শুরু হয়েছে জল্পনা–কল্পনা। ৩২ থেকে ৪৮ দলে বেড়ে যাওয়া নতুন ফরম্যাট অনেকের কাছে গ্রুপ পর্বকে “সহজ” করে দিলেও ড্র–ই জানিয়ে দিয়েছে, শুরুতেই থাকছে কয়েকটি আগুনঝড়া লড়াই। এর মধ্য থেকে সবচেয়ে আকর্ষণীয় ৭টি ম্যাচ নজর কাড়ছে ফুটবলবিশ্বে।
১. ফ্রান্স vs নরওয়ে: এমবাপ্পে–হালান্ড দ্বৈরথ
‘I’ গ্রুপে মুখোমুখি হবেন দুই মহাতারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। নরওয়ের ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা আর হালান্ডের প্রথম বিশ্বকাপ—উভয় দলের সমর্থকই অপেক্ষায় গোল–উৎসব দেখার।
২. স্পেন vs উরুগুয়ে: দুই দর্শনের সংঘর্ষ
‘H’ গ্রুপে মুখোমুখি দুটি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন। স্পেনের পজেশন–ভিত্তিক ছন্দময় ফুটবল বনাম উরুগুয়ের লড়াকু ‘চ্যারুয়া গ্রিট’—দুটি ভিন্ন ফুটবলীয় সংস্কৃতির সংঘাতে ম্যাচটি হতে পারে গ্রুপ পর্বের সেরা লড়াইগুলোর একটি।
৩. পর্তুগাল vs কলম্বিয়া: রোনালদো–হামেসের শেষ নাচ
‘K’ গ্রুপে রোনালদো ও হামেস রদ্রিগেজের সম্ভাব্য শেষ বিশ্বকাপ–মঞ্চ। কলম্বিয়ার আক্রমণাত্মক খেলা সবসময়ই উপভোগ্য, আর রোনালদোর সামনে আছে নিজের শেষ বিশ্বকাপে ছাপ রাখার চ্যালেঞ্জ।
৪. ইংল্যান্ড vs ক্রোয়েশিয়া: টুখেলের দলের প্রথম বড় পরীক্ষা
ছয় দশকের আক্ষেপ ঘোচাতে মরিয়া ইংল্যান্ড। তবে গ্রুপেই অপেক্ষা করছে ২০১৮ ফাইনালিস্ট ও ২০২২ সালের তৃতীয়স্থান অর্জনকারী ক্রোয়েশিয়া। টমাস টুখেলের ইংল্যান্ডের জন্য এটি হতে পারে টুর্নামেন্ট শুরুর সবচেয়ে কঠিন ম্যাচ।
৫. ব্রাজিল vs মরক্কো: বিপজ্জনক সূচনার সামনে আনচেলত্তি
মরক্কো এখন বিশ্ব ফুটবলের উত্থানমান শক্তি। ২০২২ সালের সেমিফাইনালিস্টরা কারও বিপক্ষেই সহজ প্রতিপক্ষ নয়। অন্যদিকে ২৪ বছর ট্রফিহীন ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তির জন্য প্রথম ম্যাচই হতে পারে বড় পরীক্ষা।
৬. ফ্রান্স vs সেনেগাল: ২০০২-এর স্মৃতিতে ফের প্রতিশোধের ম্যাচ
২০০২ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সকে হারিয়ে সেনেগাল সৃষ্টি করেছিল বড় চমক। দুই যুগ পর আবার মুখোমুখি হচ্ছে দুই দল। দেশমের ফ্রান্স নিশ্চিতভাবেই চাইবে সেই হারের প্রতিশোধ, যদিও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল হিসেবে সেনেগালও লড়াইয়ে কম যাবে না।
৭. জার্মানি vs ইকুয়েডর: নড়বড়ে জার্মানির সামনে কঠিন চ্যালেঞ্জ
টানা দুই বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নেওয়া জার্মানির সামনে থাকবে দক্ষিণ আমেরিকার শক্ত রক্ষণভাগের দল ইকুয়েডর। ২০০৬ বিশ্বকাপে জার্মানি জিতেছিল ৩–০ গোলে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সাক্ষাৎটি হতে পারে এক কঠিন লড়াই।