নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট নিশ্চিত করতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে দেওয়া ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
এখন প্রবাসীরা বাংলাদেশ সময় ৯ ডিসেম্বর সকাল ৯টা পর্যন্ত তাদের নিবন্ধন তথ্যের ভুল বা অসম্পূর্ণ ঠিকানা সংশোধন করতে পারবেন।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে ইসির আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) প্রকল্পের টিম লিডার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সালিম আহমেদ খান খুদেবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, প্রবাসীদের বিশেষ অনুরোধে সংশোধনের সময়সীমা বাড়ানো হয়েছে। ৯ ডিসেম্বর সকাল ৯টার পর আর কোনো সংশোধন করা যাবে না, বলেও তিনি সতর্ক করেন।