বিনোদন ডেস্ক :
নব্বইয়ের দশকে বলিউডের আলোচিত জুটি অক্ষয় কুমার ও শিল্পা শেঠি–এর সম্পর্ক ছিল এক সময় ‘ওপেন সিক্রেট’। পার্টি, রেড কার্পেট ও ফটোশ্যুটে প্রায়ই একসঙ্গে দেখা যেত তাদের। সম্পর্কটি দুই পরিবারের পক্ষেও সমর্থিত ছিল এবং বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করেই তাদের পথ আলাদা হয়ে যায়।
সম্প্রতি এই সম্পর্ক ও বিচ্ছেদের বিষয়ে মুখ খুলেছেন অক্ষয়ের দীর্ঘদিনের সহকর্মী ও চলচ্চিত্র পরিচালক সুনীল দর্শন। এক সাক্ষাৎকারে তিনি জানান, শিল্পা শেঠির পরিবারের আরোপিত শর্তই ছিল এই জুটির বিচ্ছেদের মূল কারণ।
সুনীল বলেন, “তারা ছিলেন সবচেয়ে সুন্দর জুটি, কিন্তু ভাগ্যের ভিন্ন পরিকল্পনা ছিল।”
শিল্পা শেঠির মা-বাবার শর্ত সম্পর্কে তিনি জানান, “মা-বাবা হিসেবে, তাদের মেয়ের নিরাপত্তার জন্য যা প্রয়োজন, সেটাই তারা চেয়েছিলেন। এটি কোনো ভুল নয়। সব ধরনের নিরাপত্তা সব মা-বাবাই চান।” বিচ্ছেদের সময়ের প্রসঙ্গে সুনীল আরও জানান, “এক রিশতা সিনেমার শুটিং শুরু হওয়ার পরই তাদের সম্পর্ক ভেঙে যায়।”