নিজস্ব প্রতিবেদক :
চলতি বছরের নভেম্বর মাসে দেশজুড়ে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশ, যা অক্টোবরের ৮.১৭ শতাংশের চেয়ে কিছুটা বেশি।
রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিএসের তথ্য অনুযায়ী, নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ৭.৩৬ শতাংশ এবং খাদ্যবহির্ভূত (নন-ফুড) মূল্যস্ফীতি ৯.০৮ শতাংশ রেকর্ড করা হয়েছে। টানা দুই মাস ধরে খাদ্যমূল্য বৃদ্ধি দেখা যাচ্ছে।
যদিও চলতি বছরের নভেম্বরের তুলনায় গত বছরের একই সময়ে মূল্যস্ফীতি কিছুটা বেশি ছিল। ২০২২ সালের নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৩.৮০ শতাংশ এবং খাদ্যবহির্ভূত খাতে ৯.৩৯ শতাংশ।