বিনোদন ডেস্ক :
বলিউড বাদশা শাহরুখ খান শেষ পর্যন্ত কাজল ও টুইঙ্কেলের টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’-এ অতিথি হতে পারেননি। শো না আসার কারণ জানতে ভক্তদের অনেক প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। সম্প্রতি এক পডকাস্টে শাহরুখ নিজেই মজার ছলে দুই অভিনেত্রীকে ক্ষমা চেয়ে জানান, তিনি শোতে উপস্থিত হতে পারেননি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং এবং মাঝখানে হাতে চোট পাওয়ায় শাহরুখ সময় বের করতে পারেননি। তিনি হালকা ছলে বলেন, “আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওখানে খাবারের ঝামেলা আছে; কারণ শো-তে প্রচুর খাবার থাকে।” তিনি আরও যোগ করেন, “না যেতে পারার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। সত্যিই যাওয়া উচিত ছিল। তবে শারীরিকভাবে উপস্থিত না থাকলেও প্রায়শ্চিত্ত হিসেবে প্রতিটি পর্ব দেখেছি।”
কাজল ও টুইঙ্কেলের এই শো শুরু থেকেই বিতর্কিত মন্তব্যের কারণে আলোচনায় থাকে। কখনও দাম্পত্য জীবনের বিষয় নিয়ে, আবার কখনও স্বামীর প্রতি সম্পর্কিত মন্তব্যের কারণে শো-টি নজর কাড়ে। তবুও শাহরুখের কথায় স্পষ্ট—তিনি শোতে যোগ দিতে আগ্রহী।
সম্প্রতি লন্ডনে শাহরুখ ও কাজলের ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-র রাজ-সিমরনের আদলে একটি ব্রোঞ্জ মূর্তি উদ্বোধন করা হয়। সেই অনুষ্ঠানের প্রেক্ষাপটেই এই বন্ধুত্বপূর্ণ আড্ডা এবং ক্ষমা চাওয়ার মজার দৃশ্য ঘটে।