মো.জনাব আলী :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় রাজধানীতে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের প্রধান কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন। দেশনেত্রীর আশু রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
নেতারা বলেন, বহু বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা রেখে আসছেন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতা দেশের মানুষের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। তাঁরা দেশবাসীর প্রতি তার দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
মির্জা এন এইচ রুবেল (সভাপতি, কেন্দ্রীয় কমিটি), লায়ন মুনসুর আহমেদ মুন্না (সাধারণ সম্পাদক), শামীম আহমেদ (সহ-সভাপতি), রফিক হামিদুল (যুগ্ম সাধারণ সম্পাদক), মোঃ শামীম খান (ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক), একে আজাদ (প্রচার সম্পাদক), শাহজাহান হাওলাদার (সহ-সাংগঠনিক সম্পাদক), গোলাম সারওয়ার রিপন (সহ-সভাপতি), ইফতি আহমেদ শাহিন (আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ), আনোয়ার হোসেন (সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ), মোহাম্মদ আবদুল বাহার মুন্সী (আহ্বায়ক, পটুয়াখালী জেলা) প্রমুখ।
কুরআন তিলাওয়াত করেন মোহাম্মদ শামীম খান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান প্রধান মিন্টু।
দোয়া মাহফিল শেষে অংশগ্রহণকারীদের মধ্যে তাবারুক বিতরণ করা হয়। আয়োজকরা জানান, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ধারাবাহিকভাবে আরও দোয়া কর্মসূচি পালন করা হবে।