বিনোদন ডেস্ক :
বলিউড তারকা মালাইকা অরোরা সম্প্রতি সামাজিক অসাম্য এবং লিঙ্গভিত্তিক দ্বৈত মানদণ্ড নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন। ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করে খান পরিবারে দীর্ঘদিন ‘বউ’ হিসেবে পরিচিত ছিলেন মালাইকা। ২০১৭ সালে দম্পতি আলাদা হওয়ার পর দুজনই নতুন সম্পর্ক শুরু করেন—মালাইকা আলোচনার কেন্দ্রে থাকেন অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণে। অর্জুন তার চেয়ে ১২ বছরের ছোট, বিষয়টি সামাজিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।
বারখা দত্তর ‘মোজো স্টোরি’ অনুষ্ঠানে মালাইকা বলেন, “আপনি যদি দৃঢ় স্বভাবের নারী হন, তাহলে নিয়মিত প্রশ্নের মুখোমুখি হবেন। পুরুষদের ক্ষেত্রে একই পরিস্থিতিতে ‘বাহবা’ দেওয়া হয়, নারীর ক্ষেত্রে সমালোচনা করা হয়—এ স্টেরিওটাইপ এখনও সমাজে বিদ্যমান।” তিনি আরও যোগ করেন, “জীবনে কয়েকজন পুরুষ আমাকে সমর্থন করেছেন, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।”