বিনোদন ডেস্ক :
অভিনেতা তৌসিফ মাহবুব ক্যারিয়ারের সুসময় পার করছেন। ধারাবাহিকভাবে কাজ এবং পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বুধবার (৩ ডিসেম্বর) তৌসিফ ফেসবুকে মডেল-অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছেন, “এ হাওয়া আমায় নেবে কতদূর।”
ছবিগুলো প্রকাশের পর নেটিজেনরা জল্পনা শুরু করেছেন। কেউ মনে করছেন নতুন সিনেমার ইঙ্গিত, কেউ ধারণা করছেন ওয়েবফিল্ম বা মিউজিক ভিডিও হতে পারে। নির্মাণ খাতের সূত্রে জানা গেছে, তৌসিফ ও তুষি নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। তৌসিফ মাহবুব বলেন, “তুষির সঙ্গে আমার পরিচয় অনেক বছরের। আগে আমাদের একটি কাজ হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে হয়নি। এবার যদি কিছু আসে, তা মন্দ হবে না। জিমে দেখা হয় এবং কাজ নিয়ে আলোচনা হয়েছে। তুষি বলেছিল, ‘এখন তোমার সিনেমা করার সময়’। আমি বলেছি, ‘যদি ভালো গল্প-চরিত্র আসে, আমাকে জানিও।’”
তৌসিফ আরও জানান, “আমি সত্যিই সিনেমা করতে চাই। ভালো গল্প ও পরিচালক হলে প্রস্তুত আছি। ছবির পোস্টের পর অনেকেই আমাদের সহযোগিতায় আগ্রহ দেখিয়েছেন। এটা ইতিবাচক।” সম্প্রতি মুক্তি পেয়েছে তৌসিফের ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাম্মি ইসলাম নীলা। দর্শক থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তারা।
অন্যদিকে, নাজিফা তুষি ‘হাওয়া’ সিনেমার পর পর্দায় দেখা যায়নি। তিনি সম্প্রতি রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ করেছেন।