January 9, 2026, 10:31 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

তৌসিফ-তুষির ‘রহস্যময়’ ছবি নেটিজেনদের কৌতূহল বাড়ালো

বিনোদন ডেস্ক :

অভিনেতা তৌসিফ মাহবুব ক্যারিয়ারের সুসময় পার করছেন। ধারাবাহিকভাবে কাজ এবং পারফরম্যান্সের মাধ্যমে দর্শকের প্রশংসা কুড়াচ্ছেন তিনি। বুধবার (৩ ডিসেম্বর) তৌসিফ ফেসবুকে মডেল-অভিনেত্রী নাজিফা তুষির সঙ্গে তিনটি ছবি শেয়ার করেন। পোস্টে তিনি লিখেছেন, “এ হাওয়া আমায় নেবে কতদূর।”

ছবিগুলো প্রকাশের পর নেটিজেনরা জল্পনা শুরু করেছেন। কেউ মনে করছেন নতুন সিনেমার ইঙ্গিত, কেউ ধারণা করছেন ওয়েবফিল্ম বা মিউজিক ভিডিও হতে পারে। নির্মাণ খাতের সূত্রে জানা গেছে, তৌসিফ ও তুষি নাম ঠিক না হওয়া নতুন ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন। তৌসিফ মাহবুব বলেন, “তুষির সঙ্গে আমার পরিচয় অনেক বছরের। আগে আমাদের একটি কাজ হওয়ার কথা ছিল, কিন্তু নানা কারণে হয়নি। এবার যদি কিছু আসে, তা মন্দ হবে না। জিমে দেখা হয় এবং কাজ নিয়ে আলোচনা হয়েছে। তুষি বলেছিল, ‘এখন তোমার সিনেমা করার সময়’। আমি বলেছি, ‘যদি ভালো গল্প-চরিত্র আসে, আমাকে জানিও।’”

তৌসিফ আরও জানান, “আমি সত্যিই সিনেমা করতে চাই। ভালো গল্প ও পরিচালক হলে প্রস্তুত আছি। ছবির পোস্টের পর অনেকেই আমাদের সহযোগিতায় আগ্রহ দেখিয়েছেন। এটা ইতিবাচক।” সম্প্রতি মুক্তি পেয়েছে তৌসিফের ওয়েব ফিল্ম ‘ফার্স্ট লাভ’, যেখানে তার সঙ্গে জুটি বেঁধেছেন শাম্মি ইসলাম নীলা। দর্শক থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছেন তারা।

অন্যদিকে, নাজিফা তুষি ‘হাওয়া’ সিনেমার পর পর্দায় দেখা যায়নি। তিনি সম্প্রতি রায়হান রাফীর ‘আন্ধার’ সিনেমার কাজ শেষ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *