বিনোদন ডেস্ক :
পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন। মেইন স্টেজের আয়োজনে আগামী ১৩ ডিসেম্বর বসুন্ধরা রেসিডেনশিয়াল এরিয়ায় অনুষ্ঠিত হবে এই বড় আয়োজন। আতিফের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবে দেশের জনপ্রিয় ব্যান্ড নেমেসিস এবং ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস। আয়োজকদের ভাষ্য, এটি শুধুই একটি কনসার্ট নয়—এটি তরুণদের জন্য এক বিশেষ উৎসব। দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের লাইভ পারফরম্যান্সের পাশাপাশি দেশীয় শিল্পীদের অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
টিকিট বিক্রি ও মূল্য
কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ‘চলোঘুড়ি’তে। আতিফের জনপ্রিয় গান থেকে নাম নিয়ে তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি করা হচ্ছে— দুরি এরিয়া: ২,৪৯৯ টাকা, আদাত এরিয়া: ৪,৯৯৯ টাকা (ইতোমধ্যে বিক্রি শেষ), পেহলি নাজার এরিয়া: ৯,৯৯৯ টাকা, আয়োজকেরা জানাচ্ছেন, কনসার্টে প্রায় ৩৫ হাজার দর্শক উপস্থিত থাকতে পারেন।
টিকিট বিক্রির একটি অংশ জুলাই আন্দোলনে হতাহত ব্যক্তি ও তাদের পরিবারকে সহায়তা করতে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ বরাবর প্রদান করা হবে। সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে বিদেশি শিল্পীদের কয়েকটি কনসার্ট বাতিল হওয়ায় আতিফের অনুষ্ঠান নিয়েও শঙ্কা তৈরি হয়েছিল। গত সপ্তাহে এই কনসার্ট বাতিলের গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ পরিষ্কার জানিয়েছে—সব প্রস্তুতি সম্পন্ন, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে অনুষ্ঠান।
এক বিবৃতিতে তারা জানায়, “ইভেন্টটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে ও নিরাপত্তার সঙ্গে আয়োজন করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। আমরা আশাবাদী, তরুণদের এই ইতিবাচক উদ্যোগে সকল সরকারি সংস্থা প্রয়োজনীয় সহযোগিতা করবে।” শহরের অন্যতম আলোচিত এই কনসার্ট ঘিরে তরুণদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।