স্পোর্টস ডেস্ক :
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর কিছুদিনের বিশ্রামে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সামনে বিপিএল ছাড়া আর কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপই এখন টাইগারদের মূল প্রস্তুতির লক্ষ্য।
এরই মধ্যে দল নিয়ে একটি আলোচ্য বিষয় ছিল—বিশ্বকাপে কি থাকছেন সিনিয়র সহকারী কোচ সফিকুল ইসলাম সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল? গত মাসে সালাউদ্দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পদত্যাগপত্র জমা দেওয়ায় গুঞ্জন তৈরি হয়েছিল। পাশাপাশি আয়ারল্যান্ড সিরিজে অস্থায়ী ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়ায় আশরাফুলকে নিয়ে তৈরি হয়েছিল সংশয়।
সব দ্বিধার অবসান ঘটিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন—আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে কোচিং স্টাফের কোনো পরিবর্তন হচ্ছে না। সালাউদ্দিন ও আশরাফুল দুজনই দলের সঙ্গে থাকছেন। গত ৪ নভেম্বর খবর ছড়িয়েছিল, সিনিয়র সহকারী কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন সালাউদ্দিন। তবে বিসিবি তার পদত্যাগ গ্রহণ করেনি। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সাল পর্যন্ত বিদ্যমান চুক্তি অনুযায়ী দায়িত্ব চালিয়ে যাবেন তিনি।
সালাউদ্দিনের জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ২০০৬–১০ সাল পর্যন্ত তিনি সহকারী ও ফিল্ডিং কোচ ছিলেন। পরে ২০১০–১১ সালে বিসিবির ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞ কোচের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বরে দ্বিতীয় দফায় তিনি বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে ফিরে আসেন। বিশ্বকাপকে সামনে রেখে কোচিং প্যানেলে স্থিতিশীলতা বজায় রাখতে পেরে আশাবাদী বিসিবি।