জেডটিভি বাংলা ডেস্ক :
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেন। তিনি জানান, আইডিটি হ্যাক হওয়ায় সেখানে দেওয়া কোনো পোস্ট বা বার্তায় বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে হঠাৎ করে ‘#Resignation’ লেখা একটি পোস্ট দেওয়া হয়। পরে আইডিটির টাইমলাইনে জানানো হয় যে এটি হ্যাকড হয়েছে। রাষ্ট্রপতির ফেসবুক অ্যাকাউন্টটি ‘অনলি ফ্রেন্ডস’ মোডে থাকায় পোস্টটি তার ফ্রেন্ডলিস্টের ব্যক্তিরাই দেখতে পান।
ঘটনা প্রকাশ্যে আসার পর প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।