জেডটিভি বাংলা ডেস্ক :
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার কারণে আদালত অবমাননার অভিযোগের পরিপ্রেক্ষিতে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ট্রাইব্যুনালের প্রতি বিরূপ মন্তব্যের জেরে ফজলুর রহমান লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি, আগামী সোমবার (৮ ডিসেম্বর) এই বিষয়ে ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হবে।