নিজস্ব প্রতিবেদক :
প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে ৬০ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ছাড়াই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে ৬০ দিনের বেশি থাকলে মোবাইল ফোন রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির মধ্যে বৈঠকে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা সর্বোচ্চ তিনটি ফোন আনতে পারবেন। নিজের ব্যবহারের হ্যান্ডসেটের পাশাপাশি দুইটি ফোন আরও আনতে পারবে। চতুর্থ ফোনের জন্য ট্যাক্স প্রদান করতে হবে। বিএমইটি কার্ড না থাকা প্রবাসীরা নিজের ব্যবহারের ফোনসহ একটি অতিরিক্ত ফোন ট্যাক্স ছাড়া আনতে পারবেন।
এছাড়া মোবাইল ক্রয়ের বৈধ কাগজ সাথে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে চোরাচালানির অপচেষ্টা রোধ করা যায়। বৈধ আমদানি শুল্কও উল্লেখযোগ্য হারে কমানো হচ্ছে, যা মোবাইলের দাম কমাতে সাহায্য করবে। বর্তমানে বৈধভাবে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ।
সভায় আরও সিদ্ধান্ত হয়—দেশে বিদেশ থেকে পুরোনো ফোনের ডাম্পিং বন্ধ করা, এবং প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ (সংশোধনী) ২০২৫ মোবাইল সিম ও আইএমইআই রেজিস্ট্রেশন সংক্রান্ত ডেটা সুরক্ষার নিশ্চয়তা দেবে। নতুন ধারায় রেজিস্ট্রেশন সংক্রান্ত উপাত্ত লঙ্ঘনকারীদের আইনগত পদক্ষেপের আওতায় আনা হবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে, নিজের নামে নিবন্ধিত সিম ছাড়া অন্য কোনো সিম ব্যবহার না করা, যাতে সাইবার অপরাধ বা অনলাইন স্ক্যামিংয়ের শিকার না হতে হয়।