জেডটিভি বাংলা ডেস্ক :
সাম্প্রতিক ভূমিকম্পে আতঙ্কিত রাজধানীর বাসিন্দাদের জন্য ‘ভূমিকম্প-পরবর্তী ভবন সুরক্ষা স্ক্যান’ সেবা চালু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির প্রকৌশল বিভাগের উদ্যোগে চালু হওয়া এই সেবায় ইতোমধ্যে ব্যাপক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
দলীয় সূত্র জানায়, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বিশেষ উদ্যোগে গত ২৬ নভেম্বর থেকে রাজধানী ও আশপাশের এলাকায় ভবনঝুঁকি মূল্যায়ন কার্যক্রম শুরু হয়। এ বিষয়ে তিনি নিজের ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরে বলেন, “ভূমিকম্পের পর বাড়ি, বাসা বা অফিসের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়াটা স্বাভাবিক। কিন্তু অবহেলা বিপজ্জনক হতে পারে। ফাটল, হেলে যাওয়া, শব্দ বা অস্বাভাবিক কম্পন এ ধরনের লক্ষণ দেখলে দ্রুত বিশেষজ্ঞ মূল্যায়ন জরুরি।”
জামায়াতের প্রকৌশল বিভাগের এই সেবার আওতায় ভবনের প্রাথমিক ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনবোধে সাইট ভিজিট, দৃশ্যমান ক্ষতি শনাক্তকরণ, জরুরি করণীয় নির্দেশনা, ভিডিও ডকুমেন্টেশনসহ প্রাথমিক ও ফাইনাল রিপোর্ট প্রদান করা হচ্ছে।
প্রকৌশলী আলিফ ‘আমার দেশ’কে জানান, ঢাকা শহরকে ১০টি জোনে ভাগ করে ৩০ সদস্যের দক্ষ প্রকৌশলী দল মাঠে কাজ করছে। তিনি বলেন, “বিনা খরচে দেওয়া এই সেবার জন্য ইতোমধ্যে ২৩০টির মতো কল এসেছে। ৬৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং ২৫টি বাসায় স্পট ভিজিট সম্পন্ন হয়েছে।
তিনি আরও জানান, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে টিমগুলো ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছে এবং এক্সপার্ট প্যানেল রিপোর্ট যাচাই করে নির্দেশনা দিচ্ছে। হটলাইনে প্রতিদিনই কল বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। হটলাইন নম্বর:
০১৩২৭১২১৯৩৫, ০১৩২৭১২৩০৯৯, ০১৩২৭১২১৩০১
ভবন নিরাপত্তা স্ক্যান কার্যক্রমের প্রশংসা করে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, “শুধু জামায়াত নয়, দেশের সব সুযোগ্য প্রকৌশলী ও বিশেষজ্ঞদেরই দুর্যোগ মুহূর্তে এগিয়ে আসা অত্যন্ত জরুরি। সম্মিলিত প্রচেষ্টায় আরও নিরাপদ ও শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলতে আমরা সক্ষম হব।”