জেডটিভি বাংলা ডেস্ক:
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন দেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক পথচলার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করবে। বুধবার (৩ ডিসেম্বর) সকালে আগারগাঁওয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “আগামীতে আমরা কেমন দেশ দেখতে চাই—সেই দিকনির্দেশনাই দেবে এই নির্বাচন।”
নির্বাচনের বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধারকে জরুরি উল্লেখ করে তিনি আরও বলেন, এই কাজ এককভাবে কমিশনের পক্ষে সম্ভব নয়। “জাতির স্বার্থে একটি ভালো নির্বাচন অবশ্যই করতে হবে। এজন্য সবাইকে নিজ নিজ দায়িত্ব সতর্কভাবে পালন করতে হবে।”
সাংবাদিক পরিচয় জালিয়াতি রোধে প্রথমবারের মতো কিউআর কোডযুক্ত কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান ইসি সানাউল্লাহ। তিনি বলেন, “ভুয়া সাংবাদিক যেন কোথাও কার্ড নিয়ে প্রবেশ করতে না পারে—সেজন্যই কিউআর কোড ব্যবস্থা রাখা হচ্ছে।” একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট দুটোই বড় ধরনের প্রস্তুতি ও আয়োজনের দাবি রাখে। এ দুটি প্রক্রিয়াকে তিনি একে অপরের পরিপূরক হিসেবে উল্লেখ করেন।
গণভোট নিয়ে জনমনে প্রশ্ন থাকতেই পারে জানিয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টোতে বহু প্রতিশ্রুতি থাকে—সবগুলোতে সবাই একমত না হলেও সামগ্রিকভাবে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। গণভোটও তেমনই—সম্পূর্ণ প্যাকেজটি দেখে ভোট দিতে হবে।” তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সঠিক ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন নির্বাচনকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করে তুলবে।