স্পোর্টস ডেস্ক :
বৃহস্পতিবার ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড আগেই দুই দিন আগে একাদশ ঘোষণা করে প্রস্তুতি সেরেছে। কিন্তু ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ জানালেন—দল এখনও ঠিক হয়নি। শেষ মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে অজিরা।
এই অপেক্ষার কারণ একটিই—প্যাট কামিন্স। পিঠের বোন স্ট্রেস ইনজুরি থেকে ফিরলেও দ্বিতীয় টেস্টের ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে তার নাম ছিল না। তবু পার্থ ও ব্রিসবেনে নেটে তার বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট তাকে পুরোপুরি বাদ দেয়নি। আজ পিচ পরিদর্শনের পর বিকেলে জানানো হবে, কামিন্সকে নিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামবে কি না। তিনি খেলতে পারলে নেতৃত্বও ফিরে পাবেন।
এদিকে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন উসমান খাজা। তার জায়গায় এগিয়ে আছেন জশ ইংলিস। আবার প্রথম টেস্টের মতো ট্রাভিস হেডকে ওপেনিংয়ে দেখার সম্ভাবনাও আছে—যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানাননি স্মিথ। স্মিথ বলেন, “কামিন্সকে দেখে ভালোই মনে হয়েছে। নেটে দারুণভাবে বল করেছে। সে নিজের শরীরের ব্যাপারে সচেতন। তাই আমরা অপেক্ষা করব, তারপরই সিদ্ধান্ত নেব।”