January 9, 2026, 10:42 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অস্ট্রেলিয়ার একাদশ চূড়ান্তে দেরি, অপেক্ষার কেন্দ্রে প্যাট কামিন্স

স্পোর্টস ডেস্ক :

বৃহস্পতিবার ব্রিসবেনের গ্যাবায় শুরু হচ্ছে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট। ইংল্যান্ড আগেই দুই দিন আগে একাদশ ঘোষণা করে প্রস্তুতি সেরেছে। কিন্তু ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেও অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক স্টিভ স্মিথ জানালেন—দল এখনও ঠিক হয়নি। শেষ মুহূর্তের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে অজিরা।

এই অপেক্ষার কারণ একটিই—প্যাট কামিন্স। পিঠের বোন স্ট্রেস ইনজুরি থেকে ফিরলেও দ্বিতীয় টেস্টের ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে তার নাম ছিল না। তবু পার্থ ও ব্রিসবেনে নেটে তার বোলিং দেখে টিম ম্যানেজমেন্ট তাকে পুরোপুরি বাদ দেয়নি। আজ পিচ পরিদর্শনের পর বিকেলে জানানো হবে, কামিন্সকে নিয়ে অস্ট্রেলিয়া মাঠে নামবে কি না। তিনি খেলতে পারলে নেতৃত্বও ফিরে পাবেন।

এদিকে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন উসমান খাজা। তার জায়গায় এগিয়ে আছেন জশ ইংলিস। আবার প্রথম টেস্টের মতো ট্রাভিস হেডকে ওপেনিংয়ে দেখার সম্ভাবনাও আছে—যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানাননি স্মিথ। স্মিথ বলেন, “কামিন্সকে দেখে ভালোই মনে হয়েছে। নেটে দারুণভাবে বল করেছে। সে নিজের শরীরের ব্যাপারে সচেতন। তাই আমরা অপেক্ষা করব, তারপরই সিদ্ধান্ত নেব।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *