January 7, 2026, 11:03 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

অস্ট্রেলিয়ায় সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা শিশুদের জন্য হুমকি বাড়াতে পারে : ইউটিউবের সতর্কবার্তা

তথ্যপ্রযুক্তি ডেস্ক :

অস্ট্রেলিয়ায় আসছে ১০ ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নতুন সোশ্যাল মিডিয়া আইন শিশু–কিশোরদের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করেছে ইউটিউব। নতুন আইনে ১৬ বছরের নিচে কেউই ইউটিউবে ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলতে পারবে না। আর ঠিক এটিই শিশুদের “নিয়ন্ত্রণহীনভাবে” প্ল্যাটফর্মটি ব্যবহার করতে উৎসাহিত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

ইউটিউবের মতে, অ্যাকাউন্ট না থাকলেও কিশোর ব্যবহারকারীরা ভিডিও দেখা বন্ধ করবে না। কিন্তু অ্যাকাউন্ট না থাকলে অভিভাবকেরা আর দেখভাল করতে পারবেন না—কোন কনটেন্ট তাদের সন্তানের সামনে আসছে, কী ফিল্টার সেট করা হয়েছে বা কোন চ্যানেল ব্লক রাখা হয়েছে—এসব নিয়ন্ত্রণ পুরোপুরি অকার্যকর হয়ে যাবে। গুগল–ইউটিউব অস্ট্রেলিয়ার জননীতি ব্যবস্থাপক রাচেল লর্ড বলেন, “নতুন আইন আমাদের বহু বছরের নিরাপদ পরিবেশ তৈরির প্রচেষ্টাকে দুর্বল করবে। বরং শিশুদের আরও বেশি অনলাইন ঝুঁকির মুখে ঠেলে দেবে।” অন্যদিকে ইউটিউবের এই মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস।

তিনি বলেন, “ইউটিউব যদি মনে করে তাদের প্ল্যাটফর্ম শিশুদের জন্য নিরাপদ নয়, তাহলে এ সমস্যার সমাধানও তাদেরই করতে হবে। সরকারি সিদ্ধান্তকে দোষারোপ করা অদ্ভুত।” তিনি আরও বলেন, জেনারেশন আলফার শিশুরা খুব অল্প বয়সেই অ্যালগরিদম–চালিত ‘ডোপামিন ড্রিপ’-এর মধ্যে আটকে পড়ে, যা তাদের দীর্ঘ সময় ধরে মনোযোগহরণকারী কনটেন্টে ডুবিয়ে রাখে। নতুন আইনকে তিনি সেই “অ্যালগরিদমিক কারাগার” থেকে শিশুদের মুক্ত করার প্রথম পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

নতুন আইনে যা থাকছে

১৬ বছরের নিচে কেউ ইউটিউবে অ্যাকাউন্ট খুলতে পারবে না। বিদ্যমান সব নাবালক অ্যাকাউন্ট ১০ ডিসেম্বরের পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ইউটিউব কিডসে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। কোনোভাবেই বয়স জালিয়াতি করে অ্যাকাউন্ট খোলা যাবে না। আইন ভাঙলে প্ল্যাটফর্মকে সর্বোচ্চ ৪ কোটি ৯৫ লাখ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হবে। শুরুতে ইউটিউবকে এ আইনের আওতায় আনা হয়নি। কিন্তু পরের জরিপে দেখা যায়, ১০ থেকে ১৫ বছরের কিশোরদের মধ্যে ক্ষতিকর কনটেন্ট দেখার ক্ষেত্রে ইউটিউবই সবচেয়ে বেশি ব্যবহৃত প্ল্যাটফর্ম। এরপরই সরকার সিদ্ধান্ত পরিবর্তন করে। অস্ট্রেলিয়ায় শিশুদের অনলাইন সুরক্ষায় এটিকে বলা হচ্ছে সবচেয়ে বড় নীতিগত পরিবর্তন। তবে নিষেধাজ্ঞা কার্যকরের পরই স্পষ্ট হবে—এটি সত্যিই শিশুদের নিরাপদ রাখবে নাকি নতুন চ্যালেঞ্জ তৈরি করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *