নিজস্ব প্রতিবেদক :
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠন বৈধ—হাইকোর্টের এমন রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ দেওয়া হবে আগামীকাল বৃহস্পতিবার। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ শুনানি শেষে আদেশের দিন ঠিক করে।
শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। রিটকারীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। ইন্টারভেনর হিসেবে অংশ নেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। এর আগের দিন, মঙ্গলবার (২ ডিসেম্বর) লিভ টু আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়। সেদিন শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, “জনগণের বৈধতাই প্রকৃত বৈধতা; জনগণের আস্থা–বিশ্বাসই বৈধতার ভিত্তি।”
গত ১২ নভেম্বর মামলাটির ওপর শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। এ সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলে অ্যাটর্নি জেনারেল। পরে আপিল বিভাগ তার কাছ থেকে ব্যাখ্যা চান। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী মহসীন রশিদ। হাইকোর্ট রিট খারিজ করে জানায়—জনগণ যেহেতু বৈধতা দিয়েছে, তাই অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল আবেদন করেন।