বিনোদন ডেস্ক :
বলিউডের জনপ্রিয় যুগল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বরাবরই একে অপরের প্রশংসায় কমতি রাখেন না। নতুন ছবির প্রচারণা হোক বা অন্য কোনো ইভেন্ট, তারা সবসময়ই একে অপরকে সমর্থন করেন। আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ও রহস্যে ভরপুর ছবি ‘ধুরন্ধর’ আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাচ্ছে।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, মাধবন ও সারা অর্জুন। ছবির প্রচার শুরু হওয়ার আগে রণবীরের নতুন লুক প্রকাশিত হয়েছে। লুকটিতে তিনি দেখা গেছেন কালো গলাবন্ধ স্যুট, পকেটে মেরুন সিল্কের টুকরো, চোখে কালো সানগ্লাস, কানে দুল এবং ফ্রেঞ্চকাট দাড়ি– যা মুহূর্তের মধ্যে নজর কেড়েছে।
রণবীরের এই ধুরন্ধর লুক দেখে দীপিকা ইনস্টাগ্রামে কমেন্টে লিখেছেন, “ওহ সো এডিবল!”। এক কথায়, স্বামীর এই নতুন অবতারে দীপিকা যেন ফের প্রেমে পাগলপারা হয়ে উঠেছেন।