নিজস্ব প্রতিবেদক :
আগামী সপ্তাহেই যদি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়—তাহলে ভোটারদের পছন্দ কোন দিকে ঝুঁকছে? নতুন এক জরিপ বলছে, বিএনপি ও জামায়াতে ইসলামী– এই দুই দলের জনপ্রিয়তার ব্যবধান খুবই সামান্য।
মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি–ঘনিষ্ঠ গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) পরিচালিত জরিপ অনুযায়ী, বর্তমানে ৩০% ভোটার বিএনপিকে এবং ২৬% ভোটার জামায়াতে ইসলামকে ভোট দিতে চান। অর্থাৎ দুই দলের ব্যবধান মাত্র ৪ শতাংশ।
আইআরআই–এর এই জরিপ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, বিরোধী রাজনৈতিক মেরুকরণ যেমন বাড়ছে, তেমনি ভোটারদের মধ্যে বিকল্প শক্তি হিসেবে উভয় দলের গ্রহণযোগ্যতাও প্রতিফলিত হয়েছে জরিপে।