স্টাফ রিপোর্টার:
মহান আল্লাহ এবং পবিত্র কোরআনকে অবমাননার অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে গাজীপুরের কাশিমপুরে গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে কাশিমপুর হাজী মার্কেট এলাকায় এ মিছিল বের করা হয়। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
মিছিলে বক্তব্য দেন গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম। শিক্ষক এবং শিক্ষার্থীরাও বক্তব্যে সাম্প্রতিক আলোচিত ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা বলেন, গত ২২ নভেম্বর মানিকগঞ্জে এক অনুষ্ঠানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে বাউল আবুল সরকারের বিরুদ্ধে। তারা অভিযোগ করেন, তার মন্তব্যে মুসলিমদের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র গ্রন্থের প্রতি অবমাননা করা হয়েছে।
বক্তারা এই ঘটনার বিচার দাবি করে বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি তারা রাষ্ট্রীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। এ ঘটনায় ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়াও চলছে।