January 11, 2026, 7:11 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

নির্বাচন নিয়ে তালবাহানা হলে জনগণই সরকারকে উৎখাত করবে: চরমোনাই পীর

নির্বাচন নিয়ে তালবাহানা হলে জনগণই সরকারকে উৎখাত করবে: চরমোনাই পীর

জেডটিভি বাংলা ডেস্ক :

নির্বাচন নিয়ে যেকোনো ধরনের বিলম্ব বা তালবাহানা হলে দেশের জনগণই সরকারকে উৎখাত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করীম।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বরিশালের বেলস পার্কে সমমনা আট ইসলামী দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেমনটি ফ্যাসিষ্ট শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছিল। সেইসঙ্গে, বাংলাদেশে আর কোনদিন খুনি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, অর্থপাচারকারীদের জায়গা হবে না বলেও ঘোষণা দেন তিনি।

চরমোনাই পীর বলেন, যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পায়তারা করছেন, তাদের স্থান বাংলাদেশে হবে না। আমরা এদেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি, মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামিনি।’

রেজাউল করিম বলেন, ‘আমাদের দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছেন, তাদের এদেশে আর সুযোগ দেয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখলের সঙ্গে যারা জড়িত তাদের স্পষ্ট ভাষায় বলছি, আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখনি আপনারা পরিবর্তন হোন। হাসিনাও বলেছিলেন যে, ‘শেখ হাসিনা পালায় ন’। কিন্তু তিনি রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি। সুতরাং দেশের সবার শিক্ষা নিতে হবে। নয়তো এমন পরিণতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।’

চরমোনাই পীর বলেন, ‘আপনারা অনেক শাসন দেখেছেন এবার ইসলামকে সুযোগ দিন, আমরা একটি সুখি, সমৃদ্ধশালী ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দেব ইনশাআল্লাহ। ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না।’

সমাবেশের সভাপতি জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, ‘আমরা আটদল ঐক্যবদ্ধ হয়েছি ইসলামী কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা আল্লাহর দলে থাকতে চাই।’

তিনি বলেন, ‘আসুন আমরা একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন চালু করি। আমরা মানব রচিত আইনের সংবিধান দেখতে চাই না। মদিনার ইসলাম কায়েম করতে চাই। সংস্কারের মাধ্যমে আমরা সংবিধান থেকে ইসলামবিরোধী ধারা বাতিল করতে চাই।’

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, একটি দলকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তাদের যারা সহযোগিতা করেছে তাদেরও নিষিদ্ধ করতে হবে। সবশেষে তিনি ৮ দলকে আগামী দিনে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

এর আগে দুপুরে আনুষ্ঠানিক ভাবে শুরু হয় সমাবেশ। এ সময় জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, লেভেল প্লেয়িং ফিল্ড, পিআর পদ্ধতি এবং চব্বিশের গণহত্যার অভিযোগে ১৪ দলসহ আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিতে স্লোগানমুখর হয়ে ওঠে গোটা এলাকা। সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সমাবেশে আরও বক্তব্য রাখেন: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসির আজাদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *