অনলাইন ডেস্ক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন—এমন কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো সরকার পায়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সাম্প্রতিক সময়ে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চললেও সরকার এ বিষয়ে কোনো বার্তা পায়নি বলে জানান তৌহিদ হোসেন।
তিনি বলেন, “তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে তা দেওয়া হবে। লন্ডন থেকে ঢাকায় ফেরার বিষয়ে সরকারকে কিছু জানানো হয়নি।”
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার প্রসঙ্গেও পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিবার বা দল সিদ্ধান্ত নিলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এর আগে ৩০ নভেম্বর তিনি মন্তব্য করেছিলেন, তারেক রহমান চাইলে এক দিনের মধ্যেই ‘ওয়ান-টাইম ট্রাভেল পাস’ দেওয়া সম্ভব। তার ভাষায়, “আজ বললে আগামীকাল পাস দেওয়া যাবে, পরশুদিনই তিনি বিমানে উঠতে পারবেন।”
উল্লেখ্য, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি থাকেন তারেক রহমান। ২০০৮ সালের সেপ্টেম্বর মাসে মুক্তির পর পরিবারসহ লন্ডনে পাড়ি জমান তিনি এবং তখন থেকেই সেখানেই অবস্থান করছেন।