জেডটিভি বাংলা ডেস্ক :
ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস অভিবাসন প্রক্রিয়ায় ঘুষ বা অনৈতিক প্রভাব খাটানোর যেকোনো চেষ্টা কঠোরভাবে অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে সতর্ক করেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত বার্তায় দূতাবাস জানিয়েছে, সুইডেনের অভিবাসন ব্যবস্থা সম্পূর্ণ স্বচ্ছ, ন্যায়ভিত্তিক ও সমতার ওপর দাঁড়িয়ে পরিচালিত হয়।
বার্তায় আরও বলা হয়েছে—
দূতাবাসের পক্ষ থেকে সবাইকে মনে করিয়ে দেওয়া হয়েছে, সমতা, ন্যায় ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখা সুইডেনের অভিবাসন ব্যবস্থার মূলনীতি, তাই এই ধরনের অনৈতিক উদ্যোগ কোনোভাবেই সহ্য করা হবে না।