নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাষ্ট্রের নিরাপত্তা–সংক্রান্ত কিছু তথ্য জনসমক্ষে প্রকাশ করা যায় না। মঙ্গলবার (২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “আমাদের এখানে কিছু সিক্রেট খবর থাকে, সব খবর জানানো যায় না।” এ সময় তিনি দাবি করেন, বর্তমানে বাংলাদেশে কারও কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিতে প্রস্তুত।
ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করার বিষয়ে উপদেষ্টা জানান, গণমাধ্যমে প্রকাশিত তথ্যসহ বিভিন্ন বিবেচনায় প্রাথমিক তালিকা তৈরি করা হয়েছে। পরিস্থিতির ওপর নির্ভর করে সেই তালিকার সংখ্যা পরিবর্তন হতে পারে। বডি ওর্ন ক্যামেরার সংখ্যা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সংখ্যা নিয়ে প্রশ্ন নাই। যতটুকু দরকার, ততটুকুই কিনবো।” এ বিষয়ে আরও প্রশ্ন করা হলে তিনি পুনরায় বলেন, “কতগুলো সিক্রেট খবর থাকে, সব জানানো যায় না। আমাদের কী কী হাতিয়ার আছে—এগুলো জানানো সম্ভব নয়।”
তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তিনি আরও বলেন, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত নিরাপত্তা জোরদার নিয়ে প্রধানত আলোচনা হয়েছে। টেলিফোনে আড়িপাতা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “যে সংস্থা অথরাইজড, তারা আড়ি পাতবে; যারা অথরাইজড না, তারা আড়ি পাতবে না।” পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন নিয়ে জানতে চাইলে তিনি জানান, প্রতিবেদনটি পড়ে এরপর তিনি মন্তব্য করবেন।