নিজস্ব প্রতিবেদক :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) ঘোষণার পর তার দায়িত্বভার গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই নিরাপত্তা কার্যক্রম শুরু করে এসএসএফ। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বেলা ২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের ভেতরে এসএসএফের গাড়িবহর প্রবেশ করতে দেখা যায়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানান তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করতে আজই যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন।
গত ১০ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ডা. জাহিদ হোসেন আরও জানান, খালেদা জিয়া বর্তমানে চিকিৎসা নিতে সক্ষম রয়েছেন এবং চিকিৎসা সাপোর্টও মেইনটেন করতে পারছেন। এদিকে ভিভিআইপি ঘোষণার পর এসএসএফের বিশেষ নিরাপত্তা কভারেজে চলে এসেছেন খালেদা জিয়া।