নিজস্ব প্রতিবেদক :
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, রাতের তাপমাত্রা ১–২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে, আর দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ভোরের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু জায়গায় হালকা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বুধবারও (৩ ডিসেম্বর) একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।