অনলাইন ডেস্ক :
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম দাবি করেছেন, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে কিছু বিদেশি ক্রেতা বাংলাদেশে আসছেন না। সোমবার ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রাজনৈতিক অনিশ্চয়তা আন্তর্জাতিক ব্যবসায়ীদের ভ্রমণ থেকে নিরুৎসাহিত করছে।
তবে এই বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি সাংবাদিকদের বলেন, “বাংলাদেশে নিরাপত্তার কোনো বড় ঘাটতি নেই। আন্তর্জাতিকভাবে অনেক সময় ভুল তথ্য ছড়ানো হয়, যা অপ্রয়োজনীয় ভীতি তৈরি করে।” উপদেষ্টা আরও জানান, বিদেশি ক্রেতারা তাদের নিজ দেশের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করেন এবং বাংলাদেশে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।
এ বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ১৬৫টি স্টল রয়েছে, যেখানে ১১টি বিদেশি কোম্পানি অংশ নিচ্ছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এক্সপোর লক্ষ্য হচ্ছে বাংলাদেশের রপ্তানি সম্ভাবনা তুলে ধরা এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করা। শেখ বশির উদ্দিন জানান, প্রদর্শনীটি ভবিষ্যতে বছরে দু’বার আয়োজিত হবে।