বিনোদন ডেস্ক :
ভারতীয় অভিনেত্রী সেলিনা জেটলি স্বামী পিটার হাগের বিরুদ্ধে অর্থনৈতিক নির্যাতনের অভিযোগ এনে মুম্বাইয়ের আন্ধেরি আদালতে মামলা করেছেন। মামলায় তিনি প্রায় ৫০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন। দীর্ঘদিন ধরে গুঞ্জন চললেও এবার নিজেই সামনে এসে জানিয়েছেন নিজের অবস্থার কথা।
মামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগভরা একটি দীর্ঘ পোস্টে নিজের মানসিক অবস্থা তুলে ধরেন এই অভিনেত্রী। লিখেছেন-“এই মুহূর্তে আমার জীবনে সবচেয়ে অস্থির ঝড় বইছে। কখনও ভাবিনি এই লড়াইটা আমাকে একা লড়তে হবে। বাবা-মা নেই, পাশে কেউ নেই। এমন দিন আসবে, যখন মাথার ওপরের ছাদটুকুও হারাতে হবে-ভাবিনি কখনও।”
তিনি আরও বলেন, আমার বাবা-মা, ভাই, সন্তানরা-কেউই নেই পাশে। আর যে মানুষটি ভালোবাসার, যত্ন নেওয়ার এবং প্রতিটি বিপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেও নেই। জীবন আমার কাছ থেকে সব ছিনিয়ে নিয়েছে। নিজের জীবনসংগ্রাম নিয়ে সেলিনা লিখেছেন, যাদের ওপর ভরসা করেছিলাম, তারা চলে গেছে। প্রতিশ্রুতিগুলোও ভেঙে গেছে। তবু এই ঝড় আমাকে উড়িয়ে দিতে পারেনি। ছোটবেলা থেকে শিখেছি-পৃথিবী যখন আমাকে নিচে ফেলতে চাইবে, তখন আরও শক্ত হয়ে দাঁড়াতে হবে। হৃদয় ভেঙে গেলেও লড়াই ছাড়ব না।
তিনি বলেন, আমার প্রতি অন্যায় হলে করুণা দেখানো যাবে না। অসম্ভব মনে হলেও আমাকে বেঁচে থাকতেই হবে। সংকটের সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন সেলিনা।তার ভাষায়-আমার সবচেয়ে অন্ধকার সময়ে, মর্যাদা ও অধিকারের জন্য লড়াইয়ের মুহূর্তে যারা আমার ঢাল হয়ে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”