বিনোদন ডেস্ক :
বাংলাদেশের বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা সম্প্রতি শীতের সকালে নদীতে নামেন। ছোট পর্দা থেকে বড় পর্দা-উভয় মাধ্যমেই নিজের অভিনয় দক্ষতা প্রদর্শন করা ভাবনা, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয়।
ভক্তদের সঙ্গে শেয়ার করা ছবিতে দেখা যায়, কালো টি-শার্ট ও খোলামেলা চুলে ভাবনা কচুরিপানার ফুল হাতে নদীর পাড়ে ক্যামেরার দিকে চেয়ে আছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, “শীতের সকালে একটু নদীতে নামলাম। বলেন নদীর নাম কি?”
নেটিজেনরা তার এই জলকেলি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। অনেকেই তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ শীতকালে পানিতে নামার সাহস দেখে অবাক হয়েছেন। একজন লিখেছেন, “নদী যেটাই হোক, কিন্তু আপনাকে ভীষণ সুন্দর লাগছে।” অন্যজন মজা করে মন্তব্য করেছেন, “আমার তো দেখেই শীত লাগতেছে আর আপনি পানিতে।”