নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, নির্বাচিত হলে তিনি কোনো সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করবেন না।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। শিশির মনির ভোটারদের উদ্দেশ্যে বলেন, “যদি আল্লাহর কৃপায় নির্বাচিত হই, সরকার প্রদত্ত ভাতা, এলাউন্স বা অন্য সুবিধা জনগণের কল্যাণে উন্মুক্ত রাখব। এক পয়সাও নিজের বা পরিবারের কল্যাণে ব্যবহার করব না।”
তিনি আরও বলেন, “আমি কখনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করব না এবং সরকারি প্রশাসন বা প্রটোকল ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করব না। ঢাকায় বা সুনামগঞ্জে আমার দরজা সবসময় খোলা থাকবে। পরিবার বা আত্মীয় স্বজনকে কোনো প্রভাব বিস্তারে ব্যবহার করতে দেব না। এই প্রতিশ্রুতি থেকে সরে গেলে জনগণের কাছে জবাবদিহি করব।” ইসলামী ছাত্রশিবিরের সাবেক এই সেক্রেটারি জেনারেল তার এই ঘোষণা দিয়ে নিজস্ব সততা ও স্বচ্ছতার ওপর জোর দিয়েছেন।