জেডটিভি বাংলা ডেস্ক:
চট্টগ্রামে প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহারের ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরীর তীব্র সমালোচনা করেছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। বুধবার (২৬ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রচারের মাধ্যমে শাহজাহান চৌধুরীর বক্তব্য তাদের নজরে আসে।
গত ২২ নভেম্বর চট্টগ্রামের এক সমাবেশে তিনি বলেন, যার যার নির্বাচনি এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। প্রশাসন আমাদের কথায় উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে এবং পুলিশকে পেছনে পেছনে হাঁটতে হবে। থানার ওসি সকালে আপনার অনুষ্ঠান জেনে নিয়ে আপনাকে প্রটোকল দেবে।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম বিবৃতিতে উল্লেখ করে, এ ধরনের মন্তব্য প্রশাসনকে সম্পূর্ণ দলীয়করণ করার উদ্দেশ্য প্রকাশ করে, যা নিরপেক্ষ প্রশাসন, সুশাসন ও লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য হুমকিস্বরূপ। সংগঠনটি এই বক্তব্যকে “ঔদ্বত্যপূর্ণ, ফ্যাসিস্ট ও নব্য স্বৈরাচারের ইঙ্গিত” বলে আখ্যা দিয়ে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে।

বিবৃতিতে আরও বলা হয়- লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীন বাংলাদেশ ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অপমান করে এমন বক্তব্য জাতিকে গভীরভাবে উদ্বিগ্ন করছে।
২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রশাসনকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের ইঙ্গিতপূর্ণ বক্তব্যেরও নিন্দা জানায় সংগঠনটি।
ফোরাম জানায়, বাংলাদেশের মানুষ হাজার বছরের সংস্কৃতিতে শিষ্টাচার, বিনয় ও অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে। সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তা–কর্মচারীরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।
সংগঠনটি সব রাজনৈতিক দলকে প্রশাসনকে হীন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানায়।