অনলাইন ডেস্ক:
আল্লাহ ও ধর্মীয় বিষয়কে নিয়ে কটূক্তির অভিযোগে বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারকে তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেন, একজন শিল্পীর দায়িত্ব হচ্ছে মানুষকে ভালো বার্তা দেওয়া, বিভ্রান্ত করা বা কষ্ট দেওয়া নয়।
সালমা বলেন, “যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন ঠিকই, কিন্তু এমন কিছু করবেন না যার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জায় পড়ে। আপনাদের লজ্জার দায় আমরা নেব না।
ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়ে তিনি আরও বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না। এটা আমাদের হৃদয়ে লাগে। মা–বাবাকে গালি সহ্য করা যায় না, সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে অপমান করলে কেউই চুপ থাকবে না।
শিল্পী সমাজকে কলঙ্কিত করার অধিকার কারও নেই উল্লেখ করে সালমা বলেন, আপনাকে কেউ পারমিশন দেয়নি যে সৃষ্টিকর্তা বা রাসুলকে নিয়ে বাজেভাবে কথা বলবেন। একজন বাউল কখনো মানুষকে কষ্ট দিতে পারে না, অপমান করতে পারে না। একজন সাধকের চাওয়া–পাওয়া থাকলে সে কী করে সাধক হয়?।
ভিডিওটি দেখে বিষয়টি ভুল বা মুখ ফসকে বলা মনে হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সালমার ভাষ্য, মনে হয়েছে তিনি নির্দ্বিধায় বলছিলেন, এ যেন আল্লাহর সঙ্গে কৌতুক করছেন। অথচ এটা কৌতুক করার বিষয় নয়। একজন বাউলের এ আচরণ কখনোই মানতে পারি না।