স্পোর্টস ডেস্ক :
ওয়ানডে বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানার ব্যক্তিজীবন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। তারকা ব্যাটার স্মৃতি ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের বিয়ে হওয়ার কথা ছিল গত রোববার। কিন্তু অনুষ্ঠান শুরুর কয়েক ঘণ্টা আগে দুটি অপ্রত্যাশিত ঘটনায় থমকে যায় সব প্রস্তুতি। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা। এরপরই শারীরিক অসুস্থতায় হাসপাতালে নেওয়া হয় পলাশ মুচ্ছলকে। ফলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয় বিয়ের আয়োজন।
এদিকে বিয়ে স্থগিত হওয়ার পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় একটি চ্যাট, যেখানে এক তরুণীর সঙ্গে পলাশের কথোপকথন ছড়িয়ে পড়ে। এ নিয়ে নানা জল্পনা-কল্পনা তৈরি হলেও স্মৃতি মান্ধানার পরিবার নীরব থাকে। তবে পলাশের পরিবারের পক্ষ থেকে দেওয়া হয়েছে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, হবু শ্বশুরের অসুস্থতার খবর শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন পলাশ। এতটাই আবেগাপ্লুত ছিলেন যে প্রায় চার ঘণ্টা ধরে কান্নাকাটি করেন তিনি, যার পরিণতিতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। পলাশের মা অমিতা মুচ্ছল জানিয়েছেন, প্রথমে ভাইরাল সংক্রমণ ও অ্যাসিডিটির কারণে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শুরুতে খবর আসে, মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পলাশ। পরে জানা যায়, সাংলি থেকে তাকে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ধারাবাহিক কনসার্ট, বিয়ের প্রস্তুতি এবং মানসিক চাপ মিলিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে জানিয়েছে পরিবারের ঘনিষ্ঠ সূত্র। এই পরিস্থিতিতে প্রথম আনুষ্ঠানিক বিবৃতি দেন পলাশের বোন, জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছল। তিনি স্পষ্টভাবে জানান-“স্মৃতির বাবার অসুস্থতার কারণেই বিয়ে স্থগিত করা হয়েছে। আমরা সবার কাছে অনুরোধ করছি, এই সংবেদনশীল সময়ে দুই পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাবেন।” এসব ঘটনার মধ্যেও আগামীর পরিকল্পনা নিয়ে কিছু বলেনি দু’পক্ষ। তবে পরিবারের সদস্যদের ভাষায়, পরিস্থিতি স্বাভাবিক হলেই নতুন তারিখ ঠিক করা হবে।