বিনোদন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ শাম্মি ইসলাম নীলা প্রথমবারের মতো জুটি বাঁধলেন নাটক ‘ফার্স্ট লাভ’-এ। সম্প্রতি নাটকটি নিয়ে এক সংবাদ সম্মেলনে নীলা তৌসিফের প্রশংসায় পঞ্চমুখ হন। নীলা বলেন, “তৌসিফ ভাইয়ের হার্ডওয়ার্ক, ডেডিকেশন এবং ভিশনের প্রেমে পড়েছি। যখন দিন-রাত ২৪ ঘণ্টা ধরে কাজ করতে করতে মনে হচ্ছিল আর পারছি না, তখন দেখি তিনি বসে বসে সবাইকে বলছেন, ‘হ্যাঁ, এটা করো, এটা করো।’ তাও আবার নামাজও সুন্দরভাবে মেইনটেইন করছিলেন। আসলেই এই জিনিসগুলোর প্রেমে সবাই পড়ে গেছে।”
তিনি তৌসিফকে ‘অ্যামেজিং পার্সন’ আখ্যা দিয়ে আরও বলেন, “একজন মানুষ কত রকম হতে পারে বা কিরকম হতে পারে, তা বোঝা মুশকিল। কিন্তু তৌসিফ ভাইয়া… তার ডেডিকেশন, পেশেন্স আর কাজের প্রতি ভালবাসার প্রেমে নতুন করে পড়েছি।” ‘ফার্স্ট লাভ’ নাটকটি নীলার প্রথম কাজ এবং প্রথম লিডিং অ্যাক্ট্রেস হিসেবে তার অভিষেক। তিনি জানান, “প্রথম কাজ, প্রথম লিডিং অ্যাক্ট্রেস—মনে হচ্ছে, ওয়াও! ফাইনালি নায়িকা হয়ে যাচ্ছি। লিড অ্যাক্ট্রেস হিসেবে সবসময় ভাবতাম, যদি না পারি তাহলে করব না, কিন্তু ভাগ্যক্রমে এটা আমার প্রথম কাজ।”
নীলা নাটকের টিমের প্রশংসাও করেন। তিনি বলেন, “শুধু লিড রোলের ক্যারেক্টার না, ভালো টিমের সঙ্গে ভালো কাজ হয়েছে। ‘ফার্স্ট লাভ’ আমার প্রথম কাজ হওয়ায় ভুলতে পারব না। দর্শকদের উদ্দেশ্যে নীলা বলেন, “যদি ভালো লাগে, আগামীতে আরও কাজ দেখবেন। কিন্তু প্রথম কাজ, প্রথম ভালোবাসা সবসময় স্মরণীয়। আশা করি আমাদের অডিয়েন্সও ‘ফার্স্ট লাভ’-কে মনে রাখবেন।”