নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মেট্রোরেলের র্যাপিড পাস ও এমআরটি পাসে অনলাইন রিচার্জ সুবিধা আগামী মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে চালু হচ্ছে। আগারগাঁও মেট্রো স্টেশনে আয়োজন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানিয়েছেন, বেলা ১০টা ৪৫ মিনিটে অনলাইন রিচার্জ সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
প্রধান অতিথি: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন
সভাপতিত্ব: ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার। বিশেষ অতিথি: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ
অনলাইন রিচার্জ চালুর মাধ্যমে মেট্রোরেল ব্যবহারকারীরা ঘরে বসেই কার্ড রিচার্জ করতে পারবেন, যা যাত্রা অভিজ্ঞতাকে আরও সহজ করবে বলে আশা করা হচ্ছে।