January 10, 2026, 1:41 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ব্রুনাইয়ের জালে বাংলাদেশের ৮ গোল

স্পোর্টস ডেস্ক :

চীনের চংকিংয়ে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাই টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচেও দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ব্রুনাই দারুসসালামকে ৮–০ গোলে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো বড় ব্যবধানে জিতল লাল–সবুজের যুবারা। প্রথম ম্যাচে তিমুর লেস্তেকে তারা ৫–০ গোলে হারিয়েছিল।

৮ গোল করলেও বাংলাদেশের কেউ হ্যাটট্রিক করতে পারেননি। রিফাত কাজী ও অপু করেছেন দুটি করে গোল। অন্য চার গোল এসেছে মানিক, বায়েজিদ, ফয়সাল ও আলিফের পা থেকে। ম্যাচের শুরুতে বাংলাদেশের আক্রমণাত্মক ফুটবলের ধারাবাহিকতা দেখা যায়। ১৩ মিনিটে ফয়সালের বাঁ দিকের নিখুঁত পাস থেকে অপু প্রথম গোল করেন। ২৩ মিনিটে রিফাত দুই ডিফেন্ডার কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান। এরপরই রিদুয়ানের পাস থেকে ফয়সাল তৃতীয় গোলটি করেন। মাত্র এক মিনিট পর মানিক দূরপাল্লার শটে স্কোরলাইন ৪–০ করেন।

বিরতির পরও বাংলাদেশের গোলমেলা অব্যাহত ছিল। ৪৯ মিনিটে রিদুয়ানের ক্রস থেকে অপুর দ্বিতীয় গোল। ৭৩ মিনিটে ফয়সালের লং শট ফিরিয়ে দিলেও রিফাত ফিরতি বলে গোল করে জোড়া গোল পূর্ণ করেন। ৭৫ মিনিটে ব্রুনাই বক্সে বিশৃঙ্খলার সুযোগ নিয়ে আলিফ সহজ গোলে ব্যবধান বাড়ান। ৭৯ মিনিটে বায়েজিদের দুর্দান্ত শটে নিশ্চিত হয় ৮–০ ব্যবধানের জয়।

বাংলাদেশ দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, “ছেলেরা শুরু থেকেই আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। ফলে গোলের সুযোগ এসেছে এবং তা কাজে লাগাতে পেরেছে। বড় জয়ের জন্য তাদের ধন্যবাদ। আমরা পরের ম্যাচেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।” বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইয়ের ‘এ’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে চীন, ব্রুনাই, তিমুর লেস্তে, শ্রীলঙ্কা ও বাহরাইন আছে। গ্রুপ চ্যাম্পিয়ন দলই আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৬ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। কোচিং স্টাফের মতে, এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *