মো. জোনাব আলী
রাজধানীর অলিগলি থেকে সামাজিক যোগাযোগমাধ্যম সর্বত্র এখন এক নামের আলোচনা, রিকশাচালক সুজন। গত বছরের জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় রিকশার ওপর দাঁড়িয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট দেওয়া সেই একটি মুহূর্ত বদলে দিয়েছে তার জীবন। ভাইরাল হওয়া সেই ছবিই তাকে এনে দিয়েছে পরিচিতি, আর এবার সেই সুজনই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে মনোনয়ন নিয়েছেন।
সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তোলা ২৪ জুলাইয়ের সেই স্যালুটের ছবি দ্রুতই ছড়িয়ে পড়ে দেশজুড়ে। সাধারণ রিকশাচালক থেকে আলোচনার কেন্দ্রে উঠে আসা সুজন এবার ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
২০ নভেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এনসিপি কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন সুজন। মনোনয়ন সংগ্রহের শেষ দিনে সেখানে ছিল উৎসবমুখর উপস্থিতি। উপস্থিত ছিলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও কেন্দ্রীয় নেত্রী তাসনিম জারা।
যুগান্তরকে দেওয়া এক সাক্ষাৎকারে সুজন বলেন, আমার টাকা নেই, কিন্তু আমার পাশে সাধারণ মানুষ আছে। রিকশাচালকসহ নিম্ন আয়ের মানুষের জন্যই কাজ করতে চাই। বিজয়ী হলে তাদের জীবনমান উন্নয়নই হবে আমার মূল লক্ষ্য।
ভাইরাল মুহূর্তের সেই স্যালুট থেকেই শুরু, এখন সরাসরি জাতীয় রাজনীতির ময়দানে। শহরজুড়ে তাই একটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, রিকশাচালক সুজন কি এবার সত্যিই বদলে দিতে পারবেন ঢাকা-৮ এর রাজনৈতিক সমীকরণ?।
উল্লেখ্য, এর আগে এই দলটি থেকেই জুলাইয়ে মারাত্মকভাবে আহত আরেক আন্দোলনকারী খোকন চন্দ্র বর্মণ মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাশিয়ায় অবস্থান করছেন।