নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার কুর্মিটোলা আর্মি ক্লাবের সামনে একটি প্রাইভেটকারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উত্তরা অভিমুখে যাওয়ার সময় গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়, পরে তা আগুনে রূপ নেয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ১০টা ৪০ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, ইউনিটটি পৌঁছে প্রাইভেটকারে লাগা আগুন দ্রুত নিভিয়ে ফেলে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া উঠতে দেখেই মালিক নিজে গাড়িটি সাইডে থামিয়ে নিরাপদে বের হয়ে যান। পুলিশও তখন ঘটনাস্থলে ছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। ওসি আরও বলেন, ঘটনার ফলে কেউ আহত হয়নি।