নিজস্ব প্রতিবেদক :
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামের পক্ষে দেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা কাজে লাগাতে আলেম-উলামাদের ঐক্য জরুরি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, আলেমদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহারের সুযোগ আর কাউকে দেওয়া যাবে না। রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র ইমাম মাওলানা মুহিব্বুল্লাহিল বাকি আন নদভী।
পীর সাহেব চরমোনাই বলেন, অতীতে বিভিন্ন মহল উলামায়ে কেরামের সরলতার সুযোগ নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছে। কখনো আলেমদের ব্যবহার করা হয়েছে রাজনৈতিক স্বার্থে, কখনো তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে মামলা-মোকদ্দমা, খুন-গুমসহ নানা নির্যাতন। তিনি বলেন, “এই পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না।”
তিনি দাবি করেন, বর্তমানে ইসলামের পক্ষে জনসমর্থন বাড়ছে। “আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামী দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ,”—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ইমাম-খতিবদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, সুযোগ পেলে তাদের ‘খাদেম’ হিসেবে ন্যায়সঙ্গত দাবি-দাওয়া পূরণের চেষ্টা করা হবে। সম্মেলনে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সুরক্ষা, ইমাম-খতিবদের সামাজিক নিরাপত্তা ও সম্মানজনক ভাতা, এবং আধুনিক নীতিমালায় মসজিদ পরিচালনা—এসব বিষয়ে একটি সমন্বিত রোডম্যাপ তুলে ধরা হয়। আয়োজকদের প্রশংসা ও ধন্যবাদ জানান পীর সাহেব চরমোনাই।