নিজস্ব প্রতিবেদক:
গত ১০ বছরে জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আন্দোলন করেনি—এমন অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, “বেহেশতের টিকিট” বিক্রির নামে মানুষকে বোকা বানাচ্ছে ধর্মভিত্তিক দলটি, যা ইসলামের শিক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আয়োজিত আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “একটা রাজনৈতিক দল এতদিন পিআর নিয়ে উচ্চস্বরে অবস্থান নিলেও এখন নির্বাচনের কাছে এসে সুর নরম করেছে। অথচ মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করার শিক্ষা ইসলামে নেই।”
জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন বলে উল্লেখ করে তিনি বলেন, পিআর বা গণভোটের মতো ধারণা মানুষ এখনও ঠিকভাবে বুঝতে পারছে না। তাই এসব ইস্যুকে সামনে এনে রাজনীতিতে বিভ্রান্তি তৈরির চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
জুলাই সনদে এমন অনেক সিদ্ধান্ত এসেছে, যেগুলোতে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর নেই বলে জানিয়ে বিএনপি মহাসচিব সবার অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানান।