নিজস্ব প্রতিবেদক :
জুলাই বিপ্লব চলাকালীন আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া রিকশাচালক সুজন এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন নিতে যাচ্ছেন।
দলীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সুজনের এই সিদ্ধান্তকে অনেকেই সাধারণ মানুষের রাজনৈতিক অংশগ্রহণের নতুন উদাহরণ হিসেবে দেখছেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লবের সময় শিক্ষার্থীদের প্রতি তার সমর্থনমূলক আচরণ মুহূর্তেই ভাইরাল হয় এবং এরপর থেকেই তিনি জনদৃষ্টিতে আসেন।