January 12, 2026, 11:12 am
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঘরে বসেই রিচার্জ হবে মেট্রোরেলের স্থায়ী কার্ড- ২৫ নভেম্বর চালু হচ্ছে অনলাইন সুবিধা

অনলাইন ডেস্ক :

ঢাকা মেট্রোরেলের স্থায়ী কার্ডে আর রিচার্জ করতে হবে না স্টেশনে গিয়ে। যাত্রীরা ঘরে বসেই অনলাইনে ব্যালেন্স যুক্ত করতে পারবেন-এ সুবিধা চালু হচ্ছে ২৫ নভেম্বর। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিং মাধ্যম ব্যবহার করে রিচার্জ করা যাবে। নতুন ব্যবস্থা চালু হলে স্টেশন বা ব্যাংকের বুথে লাইনে দাঁড়িয়ে রিচার্জ করার প্রয়োজন হবে না। তবে একক যাত্রার কার্ড অনলাইনে কেনা যাবে না-এ ধরনের কার্ড শুধুমাত্র স্টেশন থেকেই সংগ্রহ করতে হবে।

ডিটিসিএ সূত্র জানায়, গত সোমবার থেকে মেট্রোরেলের সব স্টেশনে ‘অ্যাড ভ্যালু মেশিন’ (এভিএম) বসানোর প্রস্তুতি শুরু হয়েছে। উত্তরা–মতিঝিল রুটের ১৬টি স্টেশনে ২১ ও ২২ নভেম্বর মোট ৩২টি এভিএম স্থাপন করা হবে। যন্ত্রগুলো চালু হলে স্থায়ী কার্ড রিচার্জে যাত্রীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। যাত্রীরা অনলাইনে যেকোনো পরিমাণ অর্থ রিচার্জ করতে পারবেন। তবে সেই টাকা ব্যবহার করতে কার্ডটি একবার স্টেশনের এভিএম যন্ত্রে স্পর্শ করাতে হবে। এর পর ব্যালেন্স শেষ না হওয়া পর্যন্ত আর স্পর্শ করার প্রয়োজন নেই। নতুন করে রিচার্জ করলে আবার স্পর্শ করালেই আপডেট হয়ে যাবে।

বর্তমানে মেট্রোরেলে দুটি স্থায়ী কার্ড ব্যবহার হচ্ছে:-
১.এমআরটি পাস (ডিএমটিসিএল-এর)
২.র‌্যাপিড পাস (ডিটিসিএ-এর)

নতুন অনলাইন রিচার্জ সুবিধায় উভয় কার্ডেই টাকা যোগ করা যাবে। র‌্যাপিড পাস বাস, ট্রেনসহ অন্যান্য গণপরিবহনেও ব্যবহারের উপযোগী। এসব কার্ডের অনলাইন লেনদেন পরিচালনার দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান ডেটা সফট। ডিটিসিএর ক্লিয়ারিং হাউস থেকেই রিচার্জ কার্যক্রম নিয়ন্ত্রিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *