অনলাইন ডেস্ক :
ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি সংক্রান্ত সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত সিঙ্গাপুরে সালিশি বা আর্গুমেন্টেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (১৯ নভেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি উর্মি রহমানের হাইকোর্ট বেঞ্চ এই নিষেধাজ্ঞা জারি করেন।
বিচারপতিরা আদেশে বলেন, সরকারি তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত এই ধরনের আন্তর্জাতিক সালিশি কার্যক্রমে কোনো ধরনের অগ্রগতি অনুমোদিত হবে না। এই আদেশের ফলে আদানি গ্রুপ সিঙ্গাপুরে চলমান সালিশি কার্যক্রম স্থগিত রাখতে বাধ্য হয়েছেন।