January 11, 2026, 8:35 pm
Headline :
জানাজা শেষে খালেদা জিয়ার কফিন কাঁধে নিলেন আজহারী মায়ের জানাজায় আবেগঘন বক্তব্য তারেক রহমানের ৪ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে দার্জিলিং, তুষারপাতের শঙ্কা ঢাকা থেকে ৪৩৪ কিলোমিটার দূরে—জলপাইগুড়িতেও খালেদা জিয়ার জন্য শোকের মাতম পদ্মা সেতুর টোল প্লাজায় স্বাভাবিক যান চলাচল, বাড়তি চাপ নেই তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল–ভুটানের পররাষ্ট্রমন্ত্রীরা জনজোয়ারে সম্পন্ন হলো খালেদা জিয়ার জানাজা ট্রোরেলে চড়ে খালেদা জিয়ার জানাজায় আসছেন নেতাকর্মীরা কারওয়ান বাজার থেকে মানিক মিয়া অ্যাভিনিউ: খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পাকিস্তানের স্পিকার

ঢাকা মহানগর উত্তর কমিটি ঘোষণা করল এনসিপি

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর কমিটি গঠন করেছে। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরিফুল ইসলাম আদীব, আর সদস্য সচিব হয়েছেন সর্দার আমিরুল ইসলাম। মঙ্গলবার (১১ নভেম্বর) দলের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন তাঁর ফেসবুক পেজে কমিটি অনুমোদনের সংবাদ প্রকাশ করেন।

কমিটির শীর্ষ পদগুলো :
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: কাজী সাইফুল ইসলাম
যুগ্ম আহ্বায়কেরা: ওমর ফারুক, মো. ওয়াহিদ আলম, তৌহিদ হোসেন, খন্দকার খালেদা আক্তার, মাইনুল ইসলাম, এ. কে. এম. মাসুদুর রহমান, মুতাসিম বিল্লাহ, আনোয়ার জাহান আকাশ
সিনিয়র যুগ্ম সদস্য সচিব: সাদিয়া ফারজানা দিনা
যুগ্ম সদস্য সচিবেরা: মো. সোহেল রানা, আবদুল্লাহ আল মনসুর (দপ্তর সম্পাদক), ইমরান নাঈম, মো. তৌহিদ আহমেদ আশিক, মো. মান্নান তালুকদার (মাহিন), সাব্বির আহমেদ, আবু বকর সিদ্দিক, মো. ওয়াহেদুজ্জামান সুমন
সাংগঠনিক সম্পাদক: মোস্তাক আহমেদ শিশির
সহ–সাংগঠনিক সম্পাদক পদে যারা রয়েছেন : মো. নুর আমিন খান, শফিকুল ইসলাম রানা খান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম, শেখ জামাল আবির, মোহাম্মদ মোস্তাকিম, রেহেনা আক্তার রুমা, হামিদুর রহমান, তৌফিক আহমেদ, সামিনা নাসরিন স্বপ্নীল, মো. আতাউর রহমান সানী ও শামসুল আলম সামস।

সদস্য হিসেবে অন্তর্ভুক্ত :
আকরাম হুসেইন, আনিসুর রহমান, ওমর ফারুক স্বপন, মো. আবু আদম ভূঁইয়া, মোহাম্মদ হারুন, তানভীর আহমেদ, ইকবাল হাসান, মোহাম্মদ সুমন, মস্তাজ জুবের মিটলু, মো. সাইফুল ইসলাম, মো. শামীম মিয়া, আফরোজা বুলবুল, মুয়াজ জাহিদুল হক, তাহমীনা আক্তার যুথি, অ্যাডভোকেট মশিউর রহমান, শারমিন আক্তার শশী, আনিকা তাহসিন, মো. ইব্রাহীম খলিল, জুম্মারী আক্তার শিপা, মো. নয়ন মিয়া, ফেরদৌস আমিনী, রেদোয়ান গাজী, তানভীর আহমেদ ফাহিম, লাপিফা আক্তার, ফয়সাল আহমেদ, অ্যাডভোকেট প্রিয়াঙ্কা আক্তার, মাহবুবুর রহমান রায়হান, আজিমুল রিফাত, অ্যাডভোকেট সোহানা শারমিন, ফাহমিদ হোসাইন, আরাফ ইবন সাইফ, জেরিন আফরিন রিমি, শাহরিয়ার হোসাইন হিমু, মোফাখারুল আহমেদ, সামিনা আজম সীমা, মিনহাজুর রহমান, রাহিমা খাতুন, মোহাম্মদ বাবুল হোসাইন ও নাজমুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *