বিনোদন ডেস্ক :
টলিউডের সফল অভিনেত্রী পায়েল সরকার সম্প্রতি একটি পডকাস্টে নিজের জীবনের এক অপ্রিয় ও কঠিন অভিজ্ঞতা প্রকাশ করেছেন। পায়েল বলেন, এক প্রযোজক সরাসরি তার কাছে যৌন সুবিধা দাবি করেছিলেন, যা তাকে অত্যন্ত চাপের মুখে ফেলেছিল। পডকাস্ট ‘স্ট্রেট আপ উইথ শ্রী’–এর প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, পায়েল স্পষ্টভাবে জানান, “আমাদের ইন্ডাস্ট্রির একজন প্রযোজক আমার কাছে নির্দিষ্ট কিছু সুবিধা দাবি করেছিলেন।” সঞ্চালিকার প্রশ্নে তিনি দ্বিধাহীনভাবে স্বীকার করেন, “হ্যাঁ, সেটাই।”
অভিনেত্রী আরও জানান, তখন তার ক্যারিয়ার একটি চ্যালেঞ্জের মুখে ছিল। প্রযোজকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে থাকেন, এমনকি তার ছবিতে ‘ক্রস ক্রস’ চিহ্ন দিয়ে উল্টো মন্তব্য প্রকাশ করতেন। পায়েল বলেন, “বেসিক্যালি পুরো সাইকো হয়ে গিয়েছিলেন তিনি।”
পায়েল জানান, এই কঠিন সময় পার করার পর তিনি আবার কামব্যাক করেন। এরপর তার জনপ্রিয় ছবি ‘প্রেম আমার’ ও ‘লে ছক্কা’ মুক্তি পায়। এক বছরের ব্যবধানে দুটো ছবির শুটিং সম্পন্ন করেও তিনি পুনরায় ইন্ডাস্ট্রির শীর্ষে ফিরে আসেন।